Logo
Logo
×

সারাদেশ

সোনাতলায় পথ ভুলে আসা রুশ নাগরিক উদ্ধার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

সোনাতলায় পথ ভুলে আসা রুশ নাগরিক উদ্ধার

বগুড়ার সোনাতলায় পথ ভুলে আসা পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রুশ শ্রমিক আলেকসিভিচকে উদ্ধার করা হয়েছে। সোনাতলা থানার টহল পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে তাকে উপজেলার তেকানীচুকাইনগর থেকে উদ্ধার করে।

শুক্রবার সন্ধ্যায় তাকে রূপপুর থেকে আসা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, উদ্ধার রুশ নাগরিকের কাছে কিছু ডলার, চেক ও ব্যবহারের কাপড়চোপড় ছিল। যে কোনো সময় তিনি দুর্বৃত্তদের খপ্পরে পড়তে পারতেন।

পুলিশ জানায়, গত কয়েক দিনে রুশ নাগরিক আলেকসিভিচ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থান ভ্রমণ করেন। সবশেষ বৃহস্পতিবার রাতে বগুড়া শহরে পৌঁছেন। সেখান থেকে অটোরিকশায় সোনাতলা উপজেলার প্রত্যন্ত তেকানীচুকাইনগর এলাকায় আসেন। এরপর তিনি যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে হেঁটে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। টহল পুলিশ দেখতে পেয়ে তাকে আটক করে সোনাতলা থানায় নিয়ে যায়।

সোনাতলা থানার ওসি জানান, সম্ভবত রাশিয়ান ওই নাগরিক পথ ভুলে প্রত্যন্ত তেকানীচুকাইনগর এলাকায় চলে আসেন। বৃহস্পতিবার গভীর রাতে বাঁধের ওপর দিয়ে হেঁটে পার্শ্ববর্তী গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পুলিশের নজরে না এলে তার বিপদে পড়ার আশঙ্কা ছিল। তার পরিচয় জানার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে খবর দেওয়া হয়। সেখান থেকে কয়েকজন রুশ ও দেশীয় কর্মকর্তা সোনাতলা থানায় আসেন। শুক্রবার সন্ধ্যায় রুশ নাগরিককে ওই কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম