সুষ্ঠু ভোটের আশ্বাস পেলে তৃণমূল বিএনপি নির্বাচনে যাবে: তৈমুর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১০:১২ পিএম
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস পেলে তারা নির্বাচনে অংশ নেবেন। ৩০০ আসনে প্রার্থী দেবেন।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবতে তৃণমূল বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তৈমুর আলম খন্দকার বলেন, যদি নির্বাচন ২০১৪ ও ২০১৮ সালের মতো হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তৃণমূল বিএনপি নির্বাচনে অংশ নেবে না। সরকারের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস পেলে সারা দেশে তৃণমূল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দেবে। তিনি বলেন, রূপগঞ্জের মানুষ চাইলে আমি প্রার্থী হয়ে নির্বাচন করব।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব ফয়েজ উদ্দিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান আবু হানিফ হৃদয়, রূপগঞ্জ থানা ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রমুখ।