Logo
Logo
×

সারাদেশ

তালতলীতে হাজতে যুবদল নেতার ছবি ভাইরাল

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম

তালতলীতে হাজতে যুবদল নেতার ছবি ভাইরাল

বরগুনার তালতলীতে নাশকতার পরিকল্পনায় গ্রেফতার হওয়া যুবদল নেতা বেল্লাল হোসেন রাজা থানা হাজতের ভেতরে থেকে বাইরে তার ভাই বাইজিদ রাজার সঙ্গে হাত মিলিয়ে সেলফি তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। থানা হাজতের ছবি বাইরে প্রকাশ পাওয়ায় থানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আটক বেল্লাল রাজার ছোট ভাই, আরিফ রাজা ও বাইজিদ রাজার ফেসবুক পোস্ট থেকে শুক্রবার সকালে ছবিগুলো শেয়ার করা হয়। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান মুঠোফোনে বলেন, দায়িত্বরত পুলিশ সদস্য পরীক্ষার প্রশ্ন দেওয়ার সময় তার চোখ ফাঁকি দিয়ে কোন এক সময় তারা গোপনে সেলফি তুলেছেন। হাজত খানার পাশেই পুলিশের অস্ত্র ভাণ্ডার আর এর পাশেই হাজতখানার ছবি তোলা বিষয়টা কোন চোখে দেখছেন? এমন প্রশ্নের জবাবে ওসি আরও বলেন, আসলে ছবিটা তোলা ঠিক হয়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু বলেন, থানা কর্তৃপক্ষের নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত এলাকার কোন ছবি অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হোসেন বলেন, হাজতখানার সেলফির বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম