Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১১:০৮ পিএম

নবাবগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ আলোচনা সভার আয়োজন করা হয়। 

এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র এডুকেশন অফিসার মো. মহসিন মিয়া বলেন, করোনাভাইরাসের মহামারির পরবর্তী বর্তমান সময়ে আমাদের অসচেতনতার কারণে প্রতিনিয়ত ডেঙ্গুরোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পাচ্ছে না ধনী-গরিব কেউ। তাই আমাদের আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়াকে মশাবাহিত রোগ বলা হয়। এজন্য আমাদের অবশ্যই সচেতন হতে হবে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. হর গবিন্দ সরকার অনুপ, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান তুহিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম