Logo
Logo
×

সারাদেশ

চমেকের দুই কর্মচারীর ঝগড়ায় প্রাণ গেল একজনের

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম

চমেকের দুই কর্মচারীর ঝগড়ায় প্রাণ গেল একজনের

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গের (ফরেনসিক বিভাগ) দুই কর্মচারীর ঝগড়ার সময় মাথায় আঘাত পেয়ে মো. ইলিয়াস নামে এক কর্মচারী মারা গেছেন। সোমবার বিকালে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় সমীরণ কান্তি নাথ নামে অভিযুক্ত কর্মচারীকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

নিহত ইলিয়াস ও গ্রেফতার সমীরণ চমেক মর্গের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। নিহত ইলিয়াসের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়।

পুলিশ ও চমেক কর্মকর্তারা জানান, ইলিয়াস ও সমীরণ দুইজনের মধ্যে সুসম্পর্ক ছিল। রোববার রাতে চমেক মর্গের সামনে দুইজনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সমীরণ তার সহকর্মী ইলিয়াসকে ধাক্কা দেয়। এতে ইলিয়াস মাটিতে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে তার মাথায় অপারেশন করা হয়।

সোমবার বিকালে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ইলিয়াসের মৃত্যু হয়। পরে চমেক হাসপাতাল এলাকা থেকে সমীরণকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা যুগান্তরকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র চমেকের একজন কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম