Logo
Logo
×

সারাদেশ

বিএনপির অবরোধে রংপুরে যাত্রী সংকটে ছাড়েনি বাস, ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম

বিএনপির অবরোধে রংপুরে যাত্রী সংকটে ছাড়েনি বাস, ট্রেন চলাচল স্বাভাবিক

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে উত্তরের বিভাগীয় নগরী রংপুর থেকে দূরপাল্লা ও আন্তঃজেলার বাস চলাচল করছে না। যাত্রী না থাকায় ঢাকাগামী কোনো বাস রংপুর থেকে ছেড়ে যায়নি। এর ফলে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে অবরোধ।

রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বুড়িমারী লোকাল, দিনাজপুর কমিউটার ট্রেন রংপুর রেলস্টেশন ছেড়ে গেছে।

রোববার সকাল থেকে এসআর পরিবহন, এনা পরিবহন, শাহ ফতেহ আলী, আগমনী পরিবহণ, শ্যামলী পরিবহণ, হানিফসহ বিভিন্ন পরিবহণের কাউন্টার যাত্রীশূন্য দেখা গেছে। যাত্রী না থাকায় বাস কাউন্টারের শ্রমিক-কর্মচারীদের বসে থাকতে হচ্ছে।

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা রুটের কোনো বাস চলাচল করছে না। টার্মিনালে বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও যাত্রী চোখে পড়েনি। তবে যাত্রীরা দিনাজপুর-রংপুর মহাসড়কের মেডিকেল মোড়, বগুড়া-রংপুর মহাসড়কের মডার্ন মোড় এবং কুড়িগ্রাম-লালমনিরহাট-রংপুর মহাসড়কের সাতমাথা মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে গন্তব্যে ছুটছেন।

এদিকে রোববার সকাল ৬টা থেকে অবরোধ শুরুর পর বিকেল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের কাউকে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বিএনপির দলীয় কার্যালয় এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, আন্তঃজেলাসহ সব রুটেই গাড়ি চলাচল করবে। তবে যাত্রীসংকট থাকায় গাড়ি ছাড়ছে না।

রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম