Logo
Logo
×

সারাদেশ

দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Icon

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১১:২১ পিএম

দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মার্কিন প্রতিনিধি দল একটি সার্ভে করেছেন, তারাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমর্থন বর্তমানে ৭০ শতাংশ।

শনিবার মতলব উত্তরে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু একনেকে অনুমোদন হওয়ায় আনন্দ, উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও সদ্য একনেকে অনুমোদন হওয়া মতলব-গজারিয়া ঝুলন্ত সেতুসহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।

ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্ল্যাহ সরকারের সভাপতিত্বে বক্তব্যে দেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহের হোসেন খান সুফল, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদউল্লা প্রধান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম