নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
শনিবার দুপুরে সারা দেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উদযাপন করা হয় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
এ উপলক্ষ্যে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করে নবাবগঞ্জ থানায় কর্মরত পুলিশ বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, কমিউনিটি পুলিশিং ডে আজকের দিনের মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসাবে স্কুল/কলেজের ছাত্রছাত্রীদের পুলিশের কাজে সহযোগিতা, অপরাধবিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা।