হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু, গ্রেফতার ১
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
পেকুয়ায় হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা জাকের হোসেন (৪৫) প্রকাশ মিয়া মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে জাকের হোসেন প্রকাশ মিয়া পেকুয়া বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে হারনাফাড়ী এলাকায় পৌঁছলে কয়েকজন সন্ত্রাসী পূর্বশত্রুতার জের ধরে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এলাকাবাসী তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। মারা যাওয়ার বিষয়টি নিহতের ছেলে নশ্যা মিয়া নিশ্চিত করেছেন।
জাকের সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হারনাফাড়ীর মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
এ ঘটনায় বুধবার রাতেই জাকেরের স্ত্রী মামলা করেন। ওই মামলায় ১৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ওই মামলায় অভিযুক্ত প্রধান আসামি আবদুল জলিলকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে।
এলাকাবাসী জানান, উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকার টিউবওয়েল মিস্ত্রি টিপু সোলতানের টিউবওয়েল স্থাপনের বেশ কিছু মালামাল কয়েকজন দুর্বৃত্ত ছিনিয়ে নিয়ে যায়। জাকের এ ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।