Logo
Logo
×

সারাদেশ

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ১১:০৩ পিএম

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার ৪৪৮নং মেইন পিলারের পাশে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন জানান, আইনুল দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে গরু চোরাচালানির ব্যবসা করে আসছিল।

সূত্র জানায়, ভোরে গুলির শব্দ পায় পরিবারসহ স্থানীয়রা। পরে আইনুলকে পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর সকালে সীমান্তে বিএসএফের গুলিতে আইনুলের মৃত্যুর বিষয়টি জানতে পারে। এ ঘটনার পর লাশ নিয়ে গেছে বিএসএফ।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল যোবায়েদ হাসান বলেন, ভারতের শূন্য রেখায় একটি লাশ দেখা গেছে এবং শনাক্ত হওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম