Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম

নবাবগঞ্জে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ, পুলিশ-সাংবাদিকের ওপর হামলা ও হত্যার নিন্দা জানিয়ে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলা শাখা।

বুধবার দুপুরে উপজেলার কাশিমপুরের লাল বারান্দা থেকে লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি কায়কোবাদ চত্বর হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, বাজার সিন্ডিকেটে ফুলে ফেঁপে উঠেছে বুর্জুয়া, লুটেরা শ্রেণির লোকেরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দিশেহারা হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ। অপরদিকে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষকে চরম শঙ্কায় ফেলে দিয়েছে এক শ্রেণির রাজনীতিকরা। তারা গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করে, রাষ্ট্রক্ষমতায় আসতে চায়। এসব রাজনীতিকরা রাষ্ট্রের সার্বভৌমত্ব বিদেশিদের হাতে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছে।

পথসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য করম আলী, ঢাকা জেলার সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক আজহারুল হক, সাইদুর রহমান, নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ আব্দুল মান্নান, পীরজাদা আসাদুল্লাহ, নাসির উদ্দীন বাহার, সঞ্জয় শীল প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম