মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা হামলা, জানালার গ্লাস ভাঙচুর
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
কলকাতা থেকে ঢাকাগামী আন্তর্জাতিক রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা হামলা ও পাথর নিক্ষেপ করে দুটি জানালার গ্লাস ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার ১১টা ৫৫ মিনিটে পাবনার ঈশ্বরদীর লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রলবোমার বোতল উদ্ধার করেছে পুলিশ।
ঈশ্বরদীর লোকোসেড রেলগেটের গেটম্যান শরিফুল ইসলাম জানান, ১৫-১৬ জনের একদল যুবক লোকোমোটিভ শেডের সামনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল, পাথর ও ইট ছুড়ে মারে। এ সময় দ্রুত ট্রেনটি ঢাকার দিকে চলে যায়।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১১টা ৫৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে লোকোসেড অতিক্রম করার সময় ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুড়ে মারে। এতে জানালার দুইটি গ্লাস ভেঙে গেছে।
পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীর লোকোসেড অতিক্রম করার সময় কিছু দুষ্কৃতিকারী ট্রেনে হামলা চালিয়ে জানালা ভাঙচুর করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।
এ খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, এসপি আকবর আলী মুন্সী, ঈশ্বরদী ইউএনও সুবীর কুমার দাশ, ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ওসি অরবিন্দ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, যুবলীগ নেতা দোলন বিশ্বাস, মিলন চৌধুরী জুবায়ের বিশ্বাসসহ র্যাব, বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।