Logo
Logo
×

সারাদেশ

শিশু অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ  

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:৪৮ পিএম

শিশু অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জের ঘিওরে ৫ বছরের শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় নান্টু প্রামাণিক (৩৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতিতে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত নান্টু প্রামাণিক বগুড়ার শাহজাহানপুরের শৈলদুর্গি এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।

এজাহারপত্রে জানা যায়, ২০১৫ সালের ২ এপ্রিল বিকালে চকলেট খাওয়ানোর কথা বলে মানিকগঞ্জের ঘিওরে শিশু আল রাফিকে অপহরণ করে এবং অপহরণের কয়েকদিন পর ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামি নান্টু প্রামাণিক। এরপর ৭ এপ্রিল সকালে শিশুর বাবা রুস্তম আলীকে মুক্তিপণের টাকা নিয়ে এসে শিশু রাফিকে নিয়ে যেতে টেপড়া বাজারের আসতে বলেন নান্টু প্রামাণিক। পরে বরংগাইল বাজারে এসে নান্টু প্রামাণিকের সঙ্গে শিশু রাফিকে ঘুরতে দেখতে পেয়ে শিবালয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নান্টুকে আটক করে। পরে ৭ এপ্রিল বিকালে শিশুর বাবা রুস্তম আলী বাদী হয়ে শিবালয় থানায় মামলা করেন। মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে বের হয়ে পালিয়ে বেড়ান নান্টু প্রামাণিক। মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল হান্নান ২০১৫ সালের ১৪ এপ্রিল নান্টু প্রামাণিক ও জ্যোতিকে অভিযুক্ত করে আদালতে চার্শিট দাখিল করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম