Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা বলতে বাংলাদেশে মিয়ানমারের প্রতিনিধি দল 

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৬:২৩ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা বলতে বাংলাদেশে মিয়ানমারের প্রতিনিধি দল 

ছবি-যুগান্তর

বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ এসেছেন মিয়ানমার সরকারের ৩৪ সদস্যদের প্রতিনিধি দল।

মঙ্গলবার সকাল ৮টায় নাফ নদী হয়ে টেকনাফ পৌরসভার বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে পৌঁছান তারা।

এ সময় প্রতিনিধি দলকে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানান অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছু দৌজা।

পরে তাদের একটি বাসে করে টেকনাফে নদী নিবাস রেস্ট হাউসে নেওয়া হয়। প্রতিনিধি দলটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করবেন এবং প্রত্যাবাসনের লক্ষ্যে দেওয়া রোহিঙ্গাদের তালিকার যাচাই-বাছাই করারও কথা রয়েছে। 

সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি প্রথম দিনে ৮২ জন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে কথা বলবেন। এদের মধ্যে ক্যাম্প-২৬ থেকে ২৭ পরিবারের ৫২ জন ও ক্যাম্প ২৭ থেকে ১৭ পরিবারের ৩০ জন রয়েছেন বলে জানা গেছে। 

এ বিষয়ে অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছু দৌজা জানান, প্রতিনিধি দল রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন। আজ কয়েকজনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম