Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে সড়কে হালকা যান, বিএনপি-জামায়াতের অবরোধের চেষ্টা 

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম

রাজশাহীতে সড়কে হালকা যান, বিএনপি-জামায়াতের অবরোধের চেষ্টা 

ফাইল ছবি

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ রাজশাহীতে চলছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার প্রথমদিন জেলা এবং মহানগর বিএনপি ও জামায়াত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছে। তবে এ অবরোধ খুব স্বল্প সময়ের জন্য ছিল। 

আন্তঃজেলা বা দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মহানগরীতে অটোরিকশা এবং মোটরসাইকেলসহ অন্যান্য হালকা যান চলাচল করছে। 

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি একাডেমিক ভবনে তালা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ভোর ৫টার দিকে ওই ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর উপকণ্ঠ কাপাসিয়া এলাকায় জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৫-২০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। এ সময় রাজশাহী-ঢাকা মাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। তবে এ অবরোধ মাত্র ১০ মিনিট স্থায়ী ছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। 

পুঠিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুঠিয়া উপজেলা সদরে সকাল ৯টার দিকে ট্রাকে অগ্নিসংযোগের সময় আব্দুল কাদের (২০) নামে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া পুঠিয়ার বেলপুকুর এবাং ভড়ুয়াপাড়ায় দুটি ট্রাক ভাঙচুরের চেষ্টা চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। 

এ ব্যাপারে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, জেলার প্রত্যেকটি থানায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় মহানগর ছাত্রদলের ব্যানারে ১০-১২ জন নেতাকর্মী আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ সেখানে গেলে নেতাকর্মীরা সরে যান। এছাড়া মহানগরীর উপকণ্ঠ লিলি সিনেমা হলের মোড়েও সিটি বাইপাস সড়ক অবরোধের চেষ্টা করেন। তাছাড়া খড়খড়ি বাইপাস সড়কেও অবরোধ করে মিছিল করেন শিবির কর্মীরা।  

অপরদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েটে যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি এবং মুকুল শেখের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। এসময় যুবলীগ নেতারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন। 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম জানান, কিছু এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্শীরা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের চেষ্টা করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। 

অবরোধে সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু বলেন, যাত্রীর সংখ্যা কম। এ কারণে বাস চলাচল সেভাবে করেনি। তবে যাত্রী বাড়লে বাস চলাচল স্বাভাবিক হবে। 

অন্যদিকে রাজশাহী রেলস্টেশন মাস্টার আব্দুল করিম জানান, রাজশাহী থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিনের মতো রাজশাহী থেকে ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে এবং দেশের অন্য স্থান থেকে রাজশাহীতে ট্রেন এসেছে। যাত্রীসংখ্যা স্বাভাবিক রয়েছে।  

এদিকে ভোর ৫টায় ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা তিনটি একাডেমিক ভবনে তালা দেন। তালা দেওয়া ভবনগুলো হলো- স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, কৃষি অনুষদ ভবন এবং ড. মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন। তবে আড়াই ঘণ্টা পর সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে তালা খুলে দেন নিরাপত্তা কাজে নিয়োজিত প্রহরীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে ছাত্রদলের ৫-৭ জন নেতাকর্মী মোটরসাইকেলযোগে এসে ওই একাডেমিক ভবনগুলোর ফটকে তালা লাগিয়ে দেন। এ সময় তালার সঙ্গে ‘অবরোধ’ লেখা সংবলিত প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেন তারা। তালা লাগানোর সময় ছিলেন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, সাধারণ সদস্য ও বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মী আব্দুল্লাহ আল নাফী, আব্দুল্লাহ আল নিশাত, সামাদ মুবিন, সিয়াম বিন আইয়ুব প্রমুখ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নির্দেশেই এ তালা লাগানো হয়েছিল বলে জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি জানতে পেরে নিরাপত্তা প্রহরীদের দিয়ে সকাল ৮টার দিকে তালা খুলে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কেন্দ্র ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের একাডেমিক ভবনে তালা লাগানো হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও শেখ হাসিনার পতনের দাবিতে আমাদের দল তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে। অবরোধকে সমর্থন জানিয়ে আমরা কর্মসূচির অংশ হিসেবে একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, একাডেমিক ভবনে লাগানো তালা গার্ডদের দিয়ে খুলে ফেলা হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালের বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম