ফিলিস্তিনে হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে বিক্ষোভ
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৮:৩৩ পিএম
ফিলিস্তিনে দখলদার ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সংশপ্তক উদীয়মান ছাত্র পরিষদ।
শনিবার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা।
এ সময় তারা ইসরাইল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকাও উত্তোলন করেন।
বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলিমরা ইসরাইলের এসব নির্যাতন প্রতিহত করবেই। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরাইলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছেন এবং থাকবেন।
তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আছেন, থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, ইকবাল হোসেন বুলু, মনির উদ্দিন, ইকবাল হোসেন আকুল, শফিকুল ইসলাম আর্মি, মাওলানা মাহবুব আহমদ প্রমুখ।