ইসলামী আন্দোলন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১০:৪৫ পিএম
বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাকায় ডাকা মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দুপুরে জুমার নামাজ শেষে শহরের জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট চত্বর থেকে স্লোগানসহ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান মাহমুদের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল বাকি, মুজাহিদ কমিটির সহ-সভাপতি, গোলাম সারোয়ার বকুল, জিয়াউর রহমান প্রমুখ।