Logo
Logo
×

সারাদেশ

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ ১৮ 

Icon

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৯:৪২ পিএম

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ ১৮ 

সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৮ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রাড়ইল গ্রামে নানু মিয়া ও হুমায়ূন আজাদের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে গুলিবিদ্ধ নানু মিয়া (৩৭), গৌছ মিয়া (৭০), আজিম আহমেদ চৌধুরী (২১), তানিছ চৌধুরী (২২), অলিউর রহমান (৩০), আব্দুল নূর (৫২), রাজিব মিয়া (২৫), সুজন মিয়া (৩২), মাহিদ মিয়া (১৯), ফরসাদ মিয়া (২২), তানভীর চৌধুরী (২২), মনি মিয়া (৪০), রবিউল (২৫), মনসাদ (২৮), আবুল কালাম চৌধুরী (৬৫), অমিত হাসান তুলো (১৬) ও নুনু মিয়াকে (৬৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিব উল্লাহ সরকার গুলিবিদ্ধ ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানায়, গ্রামের আধিপত্য ও নারীঘটিত বিষয় নিয়ে গ্রামের আজাদ ও নানুর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে দু’পক্ষের লোকজন গ্রামের মসজিদের পাশের রাস্তায় সংঘর্ষে লিপ্ত হয়। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমি এলাকা পরিদর্শন করেছি। পরিবেশ শান্ত। এখনো কোনো মামলা হয়নি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম