সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর: ভূমিমন্ত্রী
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০১:৩৭ পিএম
ছবি-যুগান্তর
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়। শেখ হাসিনা দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে ১৯৯৬ সালে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করেন। আজ বাংলাদেশ সাম্প্রদায়িক চেতনার বাইরে এসে অসাম্প্রদায়িক রাষ্ট্র।
শনিবার রাত ৮টায় আনোয়ারা উপজেলার কচিকাঁচা গোষ্ঠীর পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। স্বাধীনতাযুদ্ধে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সবাই অংশগ্রহণ করেছেন। এ দেশ আমাদের সবার। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার প্রমুখ।