Logo
Logo
×

সারাদেশ

দৌলতপুরে তিন জেলের কারাদণ্ড 

Icon

মানিকঞ্জ (দৌলতপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ এএম

দৌলতপুরে তিন জেলের কারাদণ্ড 

ছবি-যুগান্তর

মানিকঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় তিন জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে আরও তিনজনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

শনিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে দৌলতপুর থানা পুলিশের একটি দল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন যুগান্তরকে বলেন, কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হবে। জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম