Logo
Logo
×

সারাদেশ

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক

Icon

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৬:৩২ পিএম

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক

বেপরোয়া ডাম্প ট্রাক, সিএনজি, অবৈধ অটোরিকশার কারণে দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক। 

এসব যানবাহনের দাপটে প্রায় সময় প্রাণ যাচ্ছে।  আঞ্চলিক এই মহাসড়কে অবৈধ পার্কিং, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, গতি নিয়মিত তদারকি না করার কারণে অনেকটা ‘ফ্রি স্টাইলে’ গাড়ি নিয়ে দাপড়ে বেড়ান চালকরা। 

যদিও পুলিশ বলছে, চলতি বছরে এ রুটে অন্তত অর্ধশতাধিক অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। 

স্থানীয়রা বলছেন, হাইওয়ের মতো নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালক ও ফিটনেসবিহীন গাড়ির নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক। ইটভাটার মাটি, বালুবহনকারী ট্রাকের বেপরোয়া চলাচল বেশিরভাগ দুর্ঘটনার কারণ।

মাহমুদুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, এই সড়কে চলাচলকরা অধিকাংশ গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। ট্রাফিক পুলিশের আনাগোনা কম থাকায় এই রুটেই তারা গাড়ি চালায়। ইটভাটার ডাম্প ট্রাক ও মিনি ট্রাকগুলো অসম্ভব বেপরোয়া গতিতে চলাচল করে। তাদের কারণেই নিয়মিত দুর্ঘটনা ঘটছে।

সাতকানিয়ায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, অবৈধ অটোরিকশা, টমটম, ভটভটিসহ অন্তত অর্ধশত যানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। নিয়মিত আমাদের অভিযান চলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম