Logo
Logo
×

সারাদেশ

ডলু নদীতে ৯টি ব্রিজ করেছে আ.লীগ সরকার: এমপি নদভী

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১১:০১ পিএম

ডলু নদীতে ৯টি ব্রিজ করেছে আ.লীগ সরকার: এমপি নদভী

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী বলেছেন, ডলু নদীতে ডলুব্রিজ ছাড়া আপনারা আর কোনো ব্রিজ দেখেননি অতীতে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ডলু নদীতে সাতকানিয়া-লোহাগাড়ায় একসঙ্গে ৯টা ব্রিজ হয়েছে। সাতকানিয়া-বাঁশখালী সড়কে গাড়িতে চড়ার সময় আগে ঢক্কর-ঢক্কর রাস্তায় কলিজা কেঁপে উঠত। এখন বড় তেলতেলে রাস্তা হয়েছে। এটিও আওয়ামী লীগ সরকারের মাধ্যমে আমি করেছি। ব্রিজটিও নতুন করে করার পরিকল্পনা আছে, আওয়ামী লীগ সরকার আমলেই এটা হবে।

শুক্রবার উপজেলার গাটিয়াডেঙ্গা এলাকায় ডলু নদীর ওপর ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৯ মিটার একটি সেতুর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

নদভী আরও বলেন, আওয়ামী লীগ সরকার সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের ভাগ্য বদলে দিয়েছে। ভালো রাস্তা ছিল না, রাস্তা হয়েছে। সরকারি স্কুল ছিল না, স্কুল হয়েছে, মসজিদ হয়েছে। সরকারের এ উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করতে হলে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, ইছামতি মুহাম্মদীয়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোসলেম উদ্দীন, সাতকানিয়া-লোহাগাড়া সমিতির প্রতিষ্ঠাতা আবুল বশর আবু, এমপির একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, প্রেস সচিব অধ্যাপক শাব্বির ইকবাল, নলুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম