ছদ্মবেশে থেকেও পুলিশের হাত থেকে রেহাই পেলেন না দুলাল
দুমকি ও দুমকি দ. (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ পিএম
একাধিক মামলায় সাজাসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পটুয়াখালীর দুমকির মাদককারবারি দুলালকে (৫০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দুমকি থানার এসআই মনিরুল ইসলামসহ পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি দুলালকে আটক করে।
দুলাল উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মৃত নূর মোহাম্মদ শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট দুলাল টাঙ্গাইল থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং পটুয়াখালী সদর থানার মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ধানমন্ডি, কাফরুল, সাভার, যমুনা সেতুর পশ্চিমপাড় থানায় সাজাসহ একাধিক মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। তিনি দীর্ঘদিন বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
জানা যায়, দুলাল পুলিশের ভয়ে ছদ্মবেশ ধারণ করে ঢাকার মোহাম্মদপুরে বেশ কয়েক বছর আত্মগোপনে ছিলেন। পাশাপাশি বদলে ফেলেছেন নিজেকে। মুখভর্তি লম্বা দাড়ি লম্বা সুন্নতি জামা পরে করেন চলাফেরা।
মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় এসআই (নি.) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুলালকে গ্রেফতার করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পটুয়াখালীতে মাদকের মূল হোতা এই দুলাল সিকদার। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এছাড়াও তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।