Logo
Logo
×

সারাদেশ

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২০০ পরিবার সহায়তা পাবে

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১০:৪১ পিএম

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২০০ পরিবার সহায়তা পাবে

সাতকানিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুবিধাবঞ্চিত পরিবারের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প নিয়ে এসেছে এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক। ‘চট্টগ্রাম ফ্লাস ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স’ নামে এ প্রকল্পের অধীনে ৫ হাজার পরিবারের খাদ্য জোগান নিশ্চিত ও ২০০ পরিবারের বসতঘর মেরামতে সহযোগিতা করবে সংস্থাটি। ব্র্যাক ইউকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায়।

সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।

ব্র্যাকের চট্টগ্রাম জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাছান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, প্রথম আলো সাতকানিয়া প্রতিনিধি মামুন মুহম্মদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সহযোগিতার লক্ষ্যমাত্রা বাড়িয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করে সুবিধাভোগী নির্বাচনে ডুপ্লিকেশন এড়ানোর পরামর্শ দেন বক্তারা। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রমসহ অন্যান্য বিষয় উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মাহবুব উল আলম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম