Logo
Logo
×

সারাদেশ

উপজেলা চেয়ারম্যান ছুটি না নিয়ে আমেরিকায়

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১০:৩০ পিএম

উপজেলা চেয়ারম্যান ছুটি না নিয়ে আমেরিকায়

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মিনহাদুজ্জামান লিটন স্থানীয় সরকার বিভাগ থেকে ছুটি না নিয়ে আমেরিকায় গেছেন। মোবাইল ফোন, ফেসবুক ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া যাচ্ছে না।

তিনি গত ২২ দিন ধরে অনুপস্থিত ও প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ায় উপজেলা পরিষদের কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। পরিবার থেকে দাবি করা হয়েছে, লিটন ছুটি নিয়েছেন; প্রতিপক্ষ শত্র“তাবশত মিথ্যাচার করছে। বগুড়ায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ জানান, তার জানা মতে লিটন ছুটি নেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, মিনহাদুজ্জামান লিটন সোনাতলা উপজেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান। তার পরিবারের সদস্যরা আমেরিকায় থাকেন। তাই চেয়ারম্যান মাঝেমধ্যেই সেখানে যান। সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি জাকির হোসেন জানান, পরিষদের কাউকে না জানিয়ে চেয়ারম্যান লিটন ২২ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত। লোকমুখে শোনা যাচ্ছে, তিনি আমেরিকায় পরিবারের কাছে গেছেন।

বগুড়ায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ে খোঁজ করলে সেখান থেকে বলা হয়, সোনাতলা উপজেলা চেয়ারম্যান ছুটি নেননি।

প্যানেল চেয়ারম্যান-১ জাকির হোসেন আরও জানান, চেয়ারম্যান ছুটি নিলে মন্ত্রণালয় থেকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে চিঠি দেওয়া হতো। এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কোনো চিঠি পাননি তিনি। তার মানে তিনি এবার ছুটি না নিয়েই বিদেশে গেছেন। গত বছর চেয়ারম্যান এক মাসের ছুটিতে দেশের বাইরে গেলে মন্ত্রণালয় থেকে আমাকে  ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার বলেন, শুনেছি চেয়ারম্যান যুক্তরাষ্ট্রে গেছেন। তবে তিনি আমাকে জানাননি। তিনি সরকারিভাবে ছুটি নিয়ে বিদেশে গেছেন। ইতোমধ্যে দেশে চলেও এসেছেন। কবে থেকে পরিষদে অনুপস্থিত সেটা বলতে পারব না। ইউএনও আরও বলেন, তিনি তার (চেয়ারম্যান) অথরিটি নন; এ ব্যাপারে বগুড়ায় স্থানীয় সরকার বিভাগে যোগাযোগ করুন। সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনের বড় বোন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ-সদস্য সাহাদারা মান্নান শিল্পী জানান, লিটন ছুটি নিয়ে আমেরিকায় গেছে। প্রতিপক্ষ শত্র“তা করে বলছে যে, সে ছুটি নিয়ে বিদেশে যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম