Logo
Logo
×

সারাদেশ

‘খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন’

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৬:২১ পিএম

‘খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমানে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এমতাবস্থায় তাকে দ্রুত দেশের বাইরে পাঠিয়ে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং মুক্তির দাবিতে রাজশাহীতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে নগরীর ভূবনমোহন পার্কে এ অনশন কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনেরও দাবি জানান তিনি।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শাহীন শওকত খালেক।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশীদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম