ডাক বিভাগের ৫০ কোটি টাকার সম্পত্তি: উঁচু সীমানা প্রাচীরসহ কাঁটাতারের বেড়া লাগানো হচ্ছে
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১০:৪০ পিএম
ছবি: যুগান্তর
অবশেষে ডেভেলপার সিন্ডিকেটের কবলে পড়ার হাত থেকে রক্ষা পাচ্ছে সাতকানিয়া উপজেলা ডাকঘরের ৫০ কোটি টাকার সম্পত্তি। বিশ্ব ডাক দিবসে গুরুত্বসহকারে সংবাদ প্রকাশ করে দৈনিক যুগান্তর। সংবাদ প্রকাশের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের নজরে আসার পর তিনি অনলাইন ভার্সনে সংবাদটি পড়েন।
এছাড়া চট্টগ্রাম পোস্ট মাস্টার জেনারেল ছালেহ আহম্মদ ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তৈয়ব আলী দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এর প্রেক্ষিতে সংবাদ প্রকাশের দুদিন পর বৃহস্পতিবার পোস্টাল প্রকৌশল দপ্তরের একটি প্রতিনিধি দল সাতকানিয়া উপজেলা ডাকঘরের জায়গা পরিমাপ করেছেন। উঁচু সীমানা প্রাচীরসহ চারপাশে কাঁটাতারের বেড়া লাগানোর জন্য সার্ভে করেছেন তারা। শিগগিরই প্রকল্প ইস্টিমিট করে সীমানা প্রাচীর নির্মাণের কথা জানিয়েছেন পোস্টাল নির্বাহী প্রকোশলী মেহেদী হাসান।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা ডাকঘরের সীমানা প্রাচীর নির্মাণের জন্য সার্ভে করা হয়েছে। দ্রুত আমরা প্রতিবেদন জমা দেব।
সাতকানিয়া উপজেলা নতুন ডাকঘর নির্মাণের পর অবহেলা আর অযত্নে ডাক বিভাগের ৫০ কোটি টাকার সম্পত্তি ঝোঁপঝাড়ে পরিণত হয়েছে। ঝোঁপঝাড়কে পুঁজি করে একটি ডেভেলপার সিন্ডিকেট ডাক বিভাগের সরকারি জমি দখলের পাঁয়তারা করছে। ‘পরিত্যক্ত’ দেখিয়ে সরকারি জমি বাগিয়ে নিয়ে বাণিজ্যিক ভবন তুলে দোকান বিক্রির পরিকল্পনা তাদের।