Logo
Logo
×

সারাদেশ

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে বিশেষ সভা

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ পিএম

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে বিশেষ সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন নিয়ে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নৌ-পুলিশ ঢাকা অঞ্চলের আয়োজনে বৃহস্পতিবার সকালে সদরঘাট টার্মিনালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন নৌ-পুলিশের এসপি গৌতম কুমার বিশ্বাস, ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা আলমগীর কবির, যুগ্ম পরিচালক (নৌ নিরাপত্তা) ইসমাইল হোসেন, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর আ. রহমান মিয়াজী, সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, সূত্রাপুর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল কুমার দাস, গেণ্ডারিয়া থানার সাধারণ সম্পাদক শান্তি কুমার দাস, শ্যামপুর থানার সভাপতি অনীল কুমার সাহা, ইজারাদারের প্রতিনিধি মো. নয়ন, মদিনা হিমাগার লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক মো. তুহিন মৃধাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

জানা যায়, এবার সদরঘাট এলাকার ৫টি পয়েন্ট (ঘাট) দিয়ে নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। বিশেষ প্রস্তুতি সভায় প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বেশ কিছু সুপারিশ করা হয়। পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাস্তা সংস্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্জ্য অপসারণ, নারীদের পোশাক পরিবর্তনের জন্য আলাদা জায়গা ও টয়লেট স্থাপন।

ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা আলনগীর কবির, নৌ-পুলিশ এসপি গৌতম কুমার বিশ্বাস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর আ. রহমান মিয়াজীসহ সংশ্লিষ্টরা এ বিষয়ে একমত হয়ে প্রতিমা বিসর্জনের পূর্বেই তা বাস্তবায়নের আশ্বাস দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম