পোষা বিড়াল মেরে ফেলায় থানায় লিখিত অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১০:৫০ পিএম
‘লায়ন’ নামে একটি পোষা বিড়ালকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মালিক। শহরের খরমপট্টি এলাকার অধিবাসী হিল্লোল চৌধুরী জনি তার প্রতিবেশী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ আনলে পুলিশ তদন্তে নামে।
জানা গেছে, হিল্লোল চৌধুরী জনি প্রায় এক যুগ ধরে দেশি-বিদেশি বিভিন্ন বন্যপ্রাণী পোষেন। তার বাসায় এখনো বিভিন্ন রঙের ১১টি দেশি-বিদেশি বিড়াল রয়েছে। সারা দিনের কর্মব্যস্ততা শেষে বাসায় এসে এসব প্রাণী নিয়েই অধিক সময় কাটান তিনি। এরই মাঝে গত ৫ অক্টোবর রাতে তার পোষা বিদেশি ক্রস জাতের বিড়াল লায়নকে পিটিয়ে মেরে ফেলেন প্রতিবেশী মো. শহিদুল ইসলাম। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি পোষা বিড়াল পিটিয়ে মেরে ফেলার অভিযোগ দায়ের করেন।
বৈরী আবহাওয়ার কারণে পুলিশ বিলম্বে হলেও তদন্তে নামে। বুধবার দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার এসআই মো. আল-আমিন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করলে টনক নড়ে অভিযুক্ত মো. শহীদুল ইসলামের।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতেই পোষা বিড়ালের মালিক হিল্লোল চৌধুরী জনি এ ঘটনায় অভিযোগ করেছিলেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মো. শহিদুল ইসলামের বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। অবশ্য অভিযুক্ত শহিদুল ইসলাম নিজের ভুল বুঝতে পেরে বিড়ালের মালিকের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ফলে বিষয়টি এখন তাদের নিজেদের মধ্যে নিষ্পত্তির পর্যায়ে রয়েছে।