সিগারেট কোম্পানির অপতৎপরতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম
জাতীয় তামাকমুক্ত দিবসকে সামনে রেখে ‘দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানি বেপরোয়া’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ তামাকবিরোধী জোট, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ও উশিকা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় সংবাদ সম্মেলনের আয়োজন করে গৌরীপুর সতিশা যুব কিশোর সংঘ।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরীপুর সতিশা যুব কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন।
এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, নাটাবের ফিল্ড অফিসার রবিউল ইসলাম, উশিকা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল কুদ্দুছ, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, এআরপি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সতিশা যুব কিশোর সংঘের সদস্য মোস্তাফিজুর রহমান, শামীম আনোয়ার, তাসাদ্দুল করিমসহ তামাকবিরোধী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বিভিন্ন দোকানগুলোতে আইন ভঙ্গ করে তামাকের বিজ্ঞাপন বন্ধ, প্রকাশ্যে ধূমপান ছাড়াও শিশু-কিশোরদের কাছে তামাক বিক্রি না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কন্ডাক্ট’ গ্রহণ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি’ দ্রুত চূড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা, টাস্কফোর্স কমিটিসমূহ সক্রিয় করা, কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিতকরণ, সভার সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা, আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানি/প্রতিনিধিকে আর্থিক জরিমানার পাশাপাশি জেল প্রদান, আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সাথে বেসরকারি সংস্থাগুলোকে সম্পৃক্ত করা ও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করার জোর সুপারিশ করেন।