Logo
Logo
×

সারাদেশ

চেক জালিয়াতি করতে গিয়ে ধরা মাদ্রাসা সুপার

Icon

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম

চেক জালিয়াতি করতে গিয়ে ধরা মাদ্রাসা সুপার

পটুয়াখালীর দশমিনায় চেক জালিয়াতি করতে গিয়ে মো. মোশারফ হোসেন নামে এক মাদ্রাসা সুপার পুলিশের হাতে আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার একটি ব্যাংকে এ ঘটনা ঘটে।

ব্যাংকের ম্যানেজার ইমাম হোসেন যুগান্তরকে জানান, উপজেলার দক্ষিণ আরজবেগী দাখিল মাদ্রাসা সুপার মো. মোশারফ হোসেন ৪৩ হাজার টাকা উত্তোলন করতে তার শাখায় যান। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর না মেলায় তিনি সুপারকে চাপপ্রয়োগ করেন। পরে সুপার জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।

ব্যাংক ম্যানেজার বলেন, মাদ্রাসার সভাপতি পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন যুগান্তরকে বলেন, মাদ্রাসা সুপার অন্তত ১৫ বার তার স্বাক্ষর জালিয়াতি করেছেন।

দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার যুগান্তরকে বলেন, অভিযুক্ত সুপারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম