ছবি: সংগৃহীত
সিলেটের খাদিম চা বাগান এলাকায় শনিবার টিলা ধসে এক শিশু নিহত হয়েছে। এছাড়া জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে চারটি বাড়ির ওপর পড়লেও তারা আগেই বেরিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান।
প্রশাসন ও স্থানীয়রা জানান, খাদিম চা বাগান বস্তির লানো টিলার ধসে পড়া মাটির নিচে পড়ে মারা যায় অর্চনা ছত্রী (১১) নামে এক শিশু। সে ওই বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।
খাদিমনগর ইউনিয়ন পরিষদ সদস্য আতাউর রহমান শামীম জানান, অর্চনাদের ঘরটি ছিল একটি টিলার পাদদেশে। ভারি বৃষ্টিতে শনিবার ভোরে টিলা ধসে তাদের ঘরের ওপর পড়ে। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, স্থানটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি। স্থানীয়রা লাশ উদ্ধার করেছে।
এদিকে জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগোল ইউনিয়নে দুটি টিলা ধসে চারটি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ইউপি সদস্য মো আব্দুল ওয়াদুদ জানান, চারটি বাড়ির ওপর টিলা ধসে পড়ে। তবে ঘরের বাসিন্দারা আগেই বেরিয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পান।
টিলা ধসের খবরে ঘটনাস্থলে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। তিনি খাদ্য সহায়তা বাবদ ১০ হাজার টাকা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেন।