Logo
Logo
×

সারাদেশ

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৯ বাংলাদেশি

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ১০:৩০ পিএম

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৯ বাংলাদেশি

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

ফিরে আসা ব্যক্তিরা হলেন, কক্সবাজারের মহেশখালীর শাকের উল্লাহ, এখলাছ মিয়া, শফি আলম, পারভেজ, মিজানুর রহমান, মোবারক মিয়া, মো. মহিউদ্দিন, ছালামত উল্লাহ, মং থিন, গিয়াস উদ্দিন, রাকিবুল হাসান, জাহাঙ্গীর আলম ও মোবারক উদ্দিন।

টেকনাফের জহির আহমেদ, আব্দুল আজিজ, মো. তৈয়ব, আব্দুর সিদ্দিক, রুবেল, মো. ইরফান ও মো. ইলিয়াছ। উখিয়ায় মো. সাহেদ, মো. তারেক ও মো. সাবের।

রাঙামাটির ইউ তান ওয়ান, থান হ্লা সিন সোয়ে সিন ও ইয়ং ছা থুই মারমা এবং বান্দরবানের সিন থোয়ে মং মারমা, থার তুন হ্লা ও থুইচিং প্রু। এর আগে মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডু টাউনশীপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্য বিজিবি’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। অপর দিকে সে দেশের পক্ষে ১১ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১নং বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল ইয়ে ওয়াই শো। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, টেকনাফ ইউএনও মো. আদনান চৌধুরী, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদ রানা, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম