ময়মনসিংহে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি গৌরীপুরের স্বজন কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৭:১২ পিএম
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতিতে ময়মনসিংহ বিভাগে সেরা হয়েছেন গৌরীপুরের পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা স্বজন সমাবেশের শ্রেষ্ঠ সম্মাননাপ্রাপ্ত সাবেক পৌর কাউন্সিলর মো. আব্দুল কাদির।
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা সোমবার এ ফলাফল ঘোষণা করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মো. আব্দুল কাদির বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীর লেখাপড়ার মান, ঝরেপড়া শিক্ষার্থী বিদ্যালয়ে আনয়ন, ম্যানেজিং কমিটির সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের সেতুবন্ধন তৈরি, শিক্ষা উপকরণ ও সুসজ্জিত দৃষ্টিনন্দন বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে উপজেলা, জেলা ছাড়িয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, পূর্ব ভালুকা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে স্কুল ব্যবস্থাপনা কমিটি চমৎকার করেছেন। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি শুধু স্কুলে নয়, বিগত করোনাকালীন দুর্যোগে পৌর শহরে প্রথম হাতধোয়া, সাবান দেওয়া, মাস্ক বিতরণ, শিক্ষার্থীদের হাতে হাতে কোভিড-১৯ এর সচেতনতামূলক লিফলেট, স্বজনদের সঙ্গে ত্রাণসামগ্রী বিতরণ ও দুর্যোগ মোকাবেলায় অসামান্য অবদানের জন্য গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের শ্রেষ্ঠ স্বজন নির্বাচিত হন।
আব্দুল কাদির গৌরীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাতবারের কাউন্সিলর মো. আবুল কাসেমের পুত্র। তিনি গৌরীপুর পৌরসভার দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।