বিয়েবাড়িতে ঢুকে ভাঙচুর, কনের অভিযোগে গ্রেফতার ৩
পাবনা ও চাটমোহর প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৬:১৬ পিএম
বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে হামলা ও চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। পরে কনে থানা অভিযোগ দায়ের করেন।
ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
রোববার বিকাল ৫টার দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার ৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারবোর্নি গ্রামের আগস্টিন ক্রুসের ছেলে মুকুল ক্রুস (২৫), একই উপজেলার বোর্নি গ্রামের মৃত জোসেফ গোমেজের ছেলে অমিত গোমেজ (২৮) ও চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়া মহল্লার ছাদেক আলীর ছেলে সুমন আকন্দ (২২)।
ভুক্তভোগী বিয়ের কনে গোয়ালবাড়িয়া গ্রামের সুনিল কস্তার মেয়ে দীপা ইউজিনা কস্তা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, রোববার বিকালে তার বাবার বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে বরযাত্রী ও অন্যান্য আত্মীয়স্বজনদের খাওয়া-দাওয়ার পর্ব চলছিল। এ সময় পূর্ববিরোধের জেরে উল্লেখিত ৩ জনসহ অজ্ঞাতনামা ৬-৭ জন ৫টি মোটরসাইকেলযোগে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। তারা অতিথিদের জন্য রান্না করা খাবার মাটিতে ফেলে দেয় ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। বিয়েবাড়ির লোকজন হামলাকারীদের বাধা দিতে গেলে লাঠিসোটা দিয়ে তাদের মারধর করে। একপর্যায়ে বিয়ের কনে দীপা ইউজিনা কস্তা তাদের নিষেধ করতে এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করে অভিযুক্তরা।
এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা হামলাকারীদের মধ্যে ৩ জনকে আটক করে। অন্যরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক ও ৫টি মোটরসাইকেল জব্দ করে।
চাটমোহর থানার ওসি সেলিম রেজা বলেন, বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তারা নিজেরাই আত্মীয়স্বজন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।