উদ্ধারের পর ফের ডুবল পানগাঁও এক্সপ্রেসের ১২ কনটেইনার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ পিএম
ফাইল ছবি
কর্ণফুলী নদীর খালের মুখে ১২টি কনটেইনার নিয়ে ডুবে গেছে একটি বার্জ। ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া চট্টগ্রাম বন্দরের কনটেইনারবাহী জাহাজ ‘পানগাঁও এক্সপ্রেস’ থেকে এসব কনটেইনার উদ্ধার করে চট্টগ্রাম নিয়ে এসেছিল বার্জটি (ছোট আকারের নৌযান)।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১২টার মধ্যে বার্জটি ১৪ নম্বর খালের মুখে ডুবে যায় বলে নিশ্চিত করেছেন সি গ্লোরি শিপিং লিমিটেডের ব্যবস্থাপক মইনুল হোসেন। তিনি জানান, এরই মধ্যে বার্জ ও কনটেইনার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। রোববার পর্যন্ত ৫টি কনটেইনার উদ্ধার করেছে তাদের নিয়োজিত প্রতিষ্ঠান।
পানগাঁও এক্সপ্রেস জাহাজটি চট্টগ্রাম ও কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনালের মধ্যে চলাচল করত। সি গ্লোরি শিপিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এটি ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল। চট্টগ্রাম থেকে আমদানি পণ্যবোঝাই ৭২টি কনটেইনার নিয়ে পানগাঁও যাওয়ার পথে বৈরী আবহাওয়ার মুখে পড়ে গত ৬ জুলাই ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে যায় জাহাজটি।
পানগাঁও এক্সপ্রেস উদ্ধার তৎপরতার প্রাথমিক পর্যায়ে সি গ্লোরি শিপিং নিয়োজিত একটি স্যালভেজ প্রতিষ্ঠান কনটেইনার উদ্ধারের কাজ শুরু করে। এরই মধ্যে তারা ডুবন্ত জাহাজ থেকে ১২টি কনটেইনার উদ্ধার করতে সক্ষম হয়। এগুলো একটি বার্জে করে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্ণফুলী নদীর স্রোত ও ঢেউয়ের মুখে পড়ে বার্জটি পাথরের বাঁধে আটকে পড়ে উল্টে যায়।