Logo
Logo
×

সারাদেশ

রোড মার্চে বাধা দিলে প্রতিহত করা হবে: আব্দুল আউয়াল মিন্টু

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ এএম

রোড মার্চে বাধা দিলে প্রতিহত করা হবে: আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চেয়ে আমরা দলীয় শৃঙ্খলা মেনে সব কর্মসূচি পালন করে আসছি। আগামী ৩ অক্টোবর আমাদের রোর্ড মার্চ। এ যাত্রাপথে যদি আওয়ামী লীগ বা তাদের কোনো অপশক্তি বাধা সৃষ্টি করে তাহলে সেটি প্রতিহত করে জীবনের জন্য শিক্ষা দিয়ে দেবে বিএনপি।

বুধবার দুপুরে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার রোড মার্চ সাফল্যের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আব্দুল আউয়াল মিন্টু বলেন, স্বৈরাচারী ভোট ডাকাত অবৈধ সরকারকে বিতাড়িত করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা দেশের মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে এ এক দফা আন্দোলনের ডাক দিয়েছি।

সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, জহুরুল হক শাহাজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ন কবির ও জামাল শরীফ, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম