Logo
Logo
×

সারাদেশ

দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিক্ষোভ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম

দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিক্ষোভ

কুড়িগ্রামে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী, লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল অ্যাক্টে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে দুপুরে মোক্তারপাড়ার জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে এনআর প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।

কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, আজহারুল ইসলাম মানু, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জেলা বিএনপির অন্যতম সদস্য আনিছুর রহমান ফিরোজ, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ডা. মাহফুজার রহমান মারুফ, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা কৃষক দলের আহবায়ক খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন কাজল, সদস্য সচিব আরমান হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, যুগ্ম সম্পাদক শাওন, জাসাস সদস্য সচিব নুর জামাল বাহাদুরসহ নেতারা।

এ সময় বক্তারা বলেন, সরকার নির্বাচনের আগে বিএনপি নেতাদের নামে মামলা দায়ের করে নির্বাচনের মাঠ ফাঁকা করতে চায়। আর এক্ষেত্রে সরকার ডিজিটাল আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম