Logo
Logo
×

সারাদেশ

পানছড়িতে বিজিবি সদস্যদের ওপর হামলা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ এএম

পানছড়িতে বিজিবি সদস্যদের ওপর হামলা

বিজিবি সদস্যদের ওপর হামলার পর টাকা ছিনিয়ে নেয় পাহাড়িরা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকাল ৪টার দিকে খাগড়াছড়ির পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পাঁচ বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার পানছড়ির লোগাং ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলে থাকা দুই পাহাড়ি আরোহীকে তল্লাশি করে। এ সময় তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। এই টাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি আটক ব্যক্তিরা।

আটক ব্যক্তিদেরসহ জব্দ করা টাকা পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেওয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকে তাদের ওপর হামলা চালিয়ে টাকা ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায় উচ্ছৃঙ্খল পাহাড়ি নারী ও পুরুষরা।

পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। অতিরিক্ত বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান কর্নেল জাহাঙ্গীর।

পানছড়ি থানার এসআই অনীক কুমার দে জানান, বিজিবি মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম