কেন্দুয়ায় ঋণের জন্য ঘর ভেঙে নিল সুদখোর
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম
কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের পাথাইরকোনা গ্রামে রোববার সুদের টাকার জন্য হিরন মিয়া নামে এক ঋণ গ্রহীতার বসতঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম নামে এক সুদখোরের বিরুদ্ধে।
জানা গেছে, হিরন মিয়া শতকরা ২০ টাকা সুদে আরিফুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। বহুদিন সুদ দেওয়ার পর হিরন ২৪ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ১৬ হাজার টাকা দেওয়ার জন্য হিরনকে তাগাদা দিয়ে আসছিল আরিফুল। ঋণের চাপে মাকে ঘরে রেখে হিরন স্ত্রী-সন্তানসহ অন্যত্র চলে যান। গত ১৭ সেপ্টেম্বর হিরনের দোচালা টিনের বসতঘরটি ভেঙে নিয়ে যায় আরিফুল। হিরনের মা হামিদা আক্তার বলেন, আমার কথা না শুনেই আরিফুল আমাকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে ঘরটি ভেঙে নিয়ে যায়।
আরিফুল ইসলাম বলেন, হিরন আমার কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিল। টাকা ফেরত দিতে না পেরে ৪০ হাজার টাকা মূল্য ধরে তার বসতঘরটি আমার কাছে বিক্রি করেছেন। স্থানীয় ইউপি সদস্য রাসেল মিয়া বলেন, কোনো পক্ষ আমাকে জানায়নি। তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার চান তিনি।