Logo
Logo
×

সারাদেশ

রামেক হাসপাতালে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি, আটজনের মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম

রামেক হাসপাতালে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি, আটজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি ডেঙ্গু মৌসুমে এ পর্যন্ত ১ হাজার ৪৩৩ জন রোগী ভর্তি হয়েছে। এক মৌসুমে এত বেশি সংখ্যক রোগী আগে আর কখনোই ভর্তি হননি। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার রাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মো. মকবুল নামের এক বৃদ্ধ মারা গেছেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এই বৃদ্ধের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। ১১ সেপ্টেম্বর রাতে ভর্তি করা হয়েছিল তাকে। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ জানান, বর্তমানে হাসপাতালে ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ১১৯ জনই স্থানীয়ভাবে ডেঙ্গু রোগে আক্রান্ত। তারা ঢাকা কিংবা অন্য কোথাও যাননি। শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৩ জন। এই সময়ের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম