Logo
Logo
×

সারাদেশ

বেশি দামে ডিম ও পেঁয়াজ বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পিএম

বেশি দামে ডিম ও পেঁয়াজ বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাটে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম ও পেঁয়াজ বিক্রি এবং মূল্যতালিকা না থাকার দায়ে এ জরিমানা করা হয়।

শুক্রবার সকালে বাগেরহাট সদর বাজারে অভিযান চালানো হয।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

ছয়টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টানানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ওষুধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম