৬ সন্তান থাকার পরও ভিক্ষা করছেন অন্ধ বৃদ্ধা
ইকবাল হোসেন সুমন, বুড়িচং (কুমিল্লা)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
ছয় ছেলেমেয়ে থাকার পরও ভিক্ষা করে খেতে হয় বানু বেগমকে (৮০)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত্যু জোহর আলীর স্ত্রী।
তার তিন ছেলে তিন মেয়ে। তবে কেউ তাকে ভরণপোষণ না দেওয়ায় তিনি ভিক্ষা করেন।
বুড়িচং ইউএনও অফিসের সামনে যুগান্তরকে বানু বেগম বলেন, আমি জন্মান্ধ। আমরা ৭ বোন জন্মান্ধ।
তিনি বলেন, হরিপুর গ্রামে আমার একটি ছোট্ট ঘর রয়েছে। সেই ঘরে আমার নাতি ও নাতির বউ, আমার মেয়ে শাহানা ও আমি থাকি। এই ঘরে সবার জায়গা হয় না। খুব কষ্ট হয় এতজন সদস্য একটি ঘরে থাকতে হয়।
তাকে সাহায্যের বিষয়ে বুড়িচং উপজেলার ইউএনও সাহিদা আক্তার বলেন, বানু বেগমের খোঁজখবর রাখছি। সমাজসেবা অধিদপ্তর থেকে বানু বেগমের জন্য সহায়তার কথা বলেছি।
বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, বানু বেগমকে আমি চিনি। তিনি অন্ধ। আমি তাকে একটি বয়স্কভাতা করে দেওয়ার জন্য বলেছি। তার যেন আর ভিক্ষা করতে না হয় সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তার ব্যবস্থা করা হবে।