Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে: মিনু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ পিএম

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে: মিনু

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশের কোথাও নেই। ভারতেও নেই, সিঙ্গাপুরেও নেই। তার চিকিৎসা শুধু পৃথিবীর কয়েকটি জায়গায় আছে। তাকে হত্যার উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। তার (খালেদা) কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে।’

রোববার ৯ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন-বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদসহ বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম