Logo
Logo
×

সারাদেশ

অদক্ষ শ্রমিক আর পানের দোকানদার একই: প্রবাসী কল্যাণমন্ত্রী

Icon

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম

অদক্ষ শ্রমিক আর পানের দোকানদার একই: প্রবাসী কল্যাণমন্ত্রী

অদক্ষ শ্রমিক আর পানের দোকানদারের মধ্যে পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শুক্রবার সকালে দশমিনায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইমরান আহমদ বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার প্রতিশ্রুতি দিয়েছেন। করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গিয়েছে।

মন্ত্রী বলেন, অদক্ষ হয়ে বিদেশ যাওয়া আর দেশে বসে পানের দোকান দেওয়া সমান। দক্ষ না হয়ে বিদেশ গেলে যে টাকা আয় করা যায় তা দেশে থেকেই আয় করা যায়। দক্ষ হয়ে বিদেশে গেলে প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা আয় করা যায়। তাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সবার বিদেশ যাওয়া উচিত।

জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিরোধী দল ও সরকার আলাদা। দুই দলের মধ্যে পার্থক্য থাকবেই। নির্বাচন সুষ্ঠু হবে। চিন্তার কোনো কারণ নেই। অতীতে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আগামীতেও হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় এমপি এসএম শাহজাদা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম