Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে কমলাপুর গেল ট্রায়াল ট্রেন

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে কমলাপুর গেল ট্রায়াল ট্রেন

ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে গেল ট্রায়াল ট্রেন। বুধবার বেলা ১টার দিকে ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু উপর দিয়ে কমলাপুর পর্যন্ত গেল নতুন একটি ট্রায়াল ট্রেন। ট্রেন চলাচল ঘিরে সবার মধ্যে চলছে উৎসবের আমেজ।

বিভিন্ন সূত্রে জানা যায়, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচলের তারিখ নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আগামী মাসে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। যে কারণে পদ্মা সেতুর উপর দিয়ে এই পথে ট্রায়াল ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ে বিভাগ ফরিদপুর স্টেশনমাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ৭ সেপ্টেম্বর নতুন এই রেলপথ দিয়ে প্রথম ঢাকা থেকে ভাঙ্গা স্টেশনে আসবে ট্রায়াল ট্রেনটি। পুরো রেল প্রকল্প শেষ হলে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য হবে ১৭২ কিলোমিটার।

ফরিদপুর রেলওয়ে স্টেশনমাস্টার মো. তাকদির হোসেন জানান, বুধবার পৌনে ১২টার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুর এসে পৌঁছায় ট্রেনটি। এখানে ১ মিনিট বিরতি শেষে ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। রাজবাড়ী থেকে বেলা ১১টায় ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন আবুল কাশেম। আর পরিচালনার দায়িত্বে আছেন মো. সালাউল্লাহ।

ভাঙ্গা স্টেশনমাস্টার মো. শাহজাহান মিয়া বলেন, ট্রেনটিতে ৮টি কোচ ও ১টি ইঞ্জিন রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আসবেন। পরে বামনকান্দা রেলস্টেশনে সবার সঙ্গে কথা বলে আবার ঢাকায় ফিরে যাবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম