Logo
Logo
×

সারাদেশ

ইনফোরমেটিক্স অলিম্পিয়াডে সৌম্যের রৌপ্য জয়

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৮ পিএম

ইনফোরমেটিক্স অলিম্পিয়াডে সৌম্যের রৌপ্য জয়

সিলেটের কৃতীসন্তান দেবজ্যোতি দাশ সৌম্য হাঙ্গেরিতে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক ইনফোরমেটিক্স অলিম্পিয়াডে রৌপ্য পদক অর্জন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের ৫০০ প্রোগ্রামারের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ টিমের সৌম্য ছাড়া আরও দুই প্রতিযোগী রাজশাহীর ফারহান ও জারিফ ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

রোববার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে সৌম্য রৌপ্য পদক, ফারহান ও জারিফ ব্রোঞ্জ পদক গ্রহণ করেন।

তাদের এ অর্জনের পেছনে বুয়েটের অধ্যাপক ড. সোহেল রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদের অবদান রয়েছে। দেশের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল যাত্রার দিন ঢাকায় তাদের সঙ্গে দেখা করে উৎসাহ দিয়েছেন।

সৌম্যসহ বাংলাদেশ টিমের বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন সৌম্যের বাবা সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা চন্দন দাশ। সৌম্যর কোচিং টিচার মোস্তাক ও সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষকরা প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম