জীবন দিয়েও ভাতিজাকে বাঁচাতে পারলেন না চাচা
যশোর ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
যশোরে জীবন দিয়েও ভাতিজাকে বাঁচাতে পারলেন না চাচা। ১৬ মাসের ভাতিজাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুজনেই মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদরের ধোপাখোলা বাউলকান্দা এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ওই ঘটনা ঘটেছে। যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃতরা হলেন- ধোপাখোলা এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও একই এলাকার মনিরুল ইসলামের ১৬ মাসের ছেলে মোহাম্মদ ইউসুফ। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।
যশোর রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান জানিয়েছেন, যশোর সদরের ধোপাখোলা বাউলকান্দা এলাকায় বেনাপোল টু যশোর রেললাইনের পাশে নিহতের বাড়ি। দুপুর ১২টার দিকে রেললাইনের পাশে ইউসুফ নামে ১৬ মাস বয়সি শিশু খেলা করছিল। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এসে যায়। ছোট্ট শিশুকে তার চাচা আমিরুল বাঁচাতে গেলে তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। আর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।