এক বছর সাজার ভয়ে ৮ বছর আত্মগোপনে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ পিএম
![এক বছর সাজার ভয়ে ৮ বছর আত্মগোপনে](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/09/04/image-714375-1693808263.jpg)
মাদক মামলায় ২০১৫ সালে এক বছরের সাজা হয়েছিল সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন রেলস্টেশন কলোনি (টেকনিক্যাল রোড) এলাকার মৃত নুরুল ইসলাম নাঈমের ছেলে খোকনের (৪৫)।
সেই এক বছরের সাজার ভয়ে আট বছর ধরে মাজারে মাজারে ফকির বেশে আত্মগোপনে ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি, শনিবার রাত ৩টার দিকে খোকনকে চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, ২০১৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায় মাদক পাচারকালে খোকনকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিছু দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে তিনি আত্মগোপনে চলে যান। পরে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু পলাতক থাকায় সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এই এক বছরের সাজা এড়াতে খোকন বিভিন্ন মাজারে ভিক্ষুক ও ফকিরের বেশে আট বছর ধরে আত্মগোপনে ছিলেন।
এদিকে চুনারুঘাট পৌর শহরের চেকপোস্টে একটি ব্যাটারিচালিত টমটম থামায় পুলিশ। ওই টমটমে স্থানীয় মুড়াবন্দ মাজার থেকে খোকনসহ কয়েকজন চুনারুঘাট পৌর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় টমটমের যাত্রীদের পরিচয় জানতে চাইলে খোকনের কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। পরে খোকনের নাম-ঠিকানা যাচাই করে পুলিশ জানতে পারে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, চুরি-ডাকাতি রোধে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে রাতে চেকপোস্ট বসায় ও টহল দেয় পুলিশ। রাতে এভাবে টহল দিতে গিয়ে সন্দেহজনক খোকন ও আরও কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে খোকনকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে জানার পর তাকে গ্রেফতার করা হয়।