Logo
Logo
×

সারাদেশ

ইউএনওর নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ পিএম

ইউএনওর নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান খানের অফিসিয়াল ফোন নাম্বার ক্লোন করে একটি চক্র বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ইউএনও মো. নাহিদ হাসান খান।

জানা গেছে, ইউএনওর অফিসিয়াল নাম্বার ক্লোন করে একটি চক্র প্রকল্প দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করে। পরে বিষয়টি রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। তাৎক্ষণিক ইউএনও সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল ফোন নাম্বার ক্লোন করে তার পরিচয় দিয়ে একটি চক্র চাঁদা দাবি করছে জানিয়ে পোস্ট দেন। এ ঘটনায় রৌমারী থানায় জিডি করা হয়।

ইউএনও নাহিদ হাসান খান বলেন, আমার কাছে থাকা অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে একটি চক্র জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম